নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে সরকার সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করায় সংক্রমণ ও মৃত্যুর হার এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নোত্তরে তিনি একথা বলেন।
অর্থনৈতিক কর্মকান্ড পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মপন্থাও তুলে ধরেন সংসদ নেত্রী। রংপুর ১ আসনের মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে লক্ষ্যে দেশের জন্য শত বছরের পর্যায়ক্রমিক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো মোকোবেলা করে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের পথে এগিয়ে নেবে ডেল্টা প্ল্যান। পুরো ২১ শতক জুড়ে ১৭ টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নিজস্ব সংবাদদাতা: মানবাধিকার...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন