নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িক শক্তি দেশের ঐতিহ্য নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব বলেন ওবায়দুল কাদের।
এসময় আসন্ন তৃতীয় ও চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করতে চাচ্ছে, তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, দলীয় শৃঙ্খলা না মেনে বিদ্রোহী প্রার্থী হলে খারাপ পরিণতি ভোগ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন