আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশেই চলছে করোনার টিকা প্রদান কর্মসূচী। তবে করোনার টিকা বিতরণ নিয়ে বিশ্ব নেতাদের ভূমিকাকে ‘নৈতিক অবক্ষয়’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসাস। বিভিন্ন দেশ ও টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী আরও সুষ্ঠুভাবে টিকা বিতরণের আহ্বান জানান তিনি।
বছর পেরিয়ে গেলেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখনো বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। এর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। গত একদিনে আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটি ছাড়িয়েছে। নতুন ৯ হাজারসহ মোট প্রাণহানি সাড়ে ২০ লাখ প্রায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন