নিজস্ব প্রতিবেদক: তুখোড় ছাত্রনেতা রাজনীতির মাঠের লড়াকু সৈনিক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ে অবশেষে হার মানলেন তিনি।
আজ (সোমবার) দুপুর ২টার দিকে রাজধানীর বেসরকারী ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ঢাকা থেকে আনার পর আগামীকাল (মঙ্গলবার) বাদ যোহর দুপুর ২টায় তার জানাযা হওয়ার কথা রয়েছে।
তারেক সোলেমান সেলিমের বাবা মোহাম্মদ সালেহ ছিলেন চট্টগ্রাম নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তারেক সোলেমান সেলিম ১৯৯৪, ২০০০, ২০০৪ এবং ২০১৫ সালে চারবার চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শোক জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের বটতলী রেলস্টেশন চত্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন