নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় সড়কে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এরমধ্যে আগামীকাল রাত থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মাঘের প্রথম থেকেই দেশে শীত বেড়েছে। বর্তমানে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ওইসব এলাকায় হিমেল হাওয়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।
গোপালগঞ্জে ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা মিলছে না। শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা কমছেনা লালমনিরহাটে। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে কুয়াশা এই দুইয়ে মিলে বিপাকে গাইবান্ধার মানুষ। শীত জনিত রোগের পাশাপাশি বাধাগ্রস্থ হচ্ছে ইরি বোরো ধান লাগানোর কাজ।
এদিকে ঘন কুয়াশার কারণে বেশিরভাগ সময় বন্ধ থাকছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ফেরি চলাচল। পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, যশোর ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (২০ জানুয়ারি) থেকে রাজধানীসহ সারাদেশে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সেসময় দেশের উত্তরাঞ্চলে আরেক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম সংবাদদাতা: করোনাকালে মারা...
বিস্তারিতখাগড়াছড়ি সংবাদদাতা: দেশের মাটিতে কোন...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন