নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ থেকে ২৬শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে করোনার টিকা আসার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আসলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা ঝুঁকিপূর্ণ পেশায় রয়েছেন, তাদেরকেই আগে টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
আজ সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নজরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেয়ার জন্য ঢাকায় তিনশ’র মতো ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র এবং ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। দেশে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার সংক্রমণ প্রতিরোধের মতো ভ্যাকসিন দেয়ার কর্মসূচিতেও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। নতুন সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার পরিসংখ্যান এমন আভাস দিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরিইউ)-এর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমানসহ সংগঠনের আরও অনেকই।
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন