আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। পার্লামেন্ট ভবনের সামনে সশস্ত্র মহড়াও দিতে দেখা যায় তাদের। এমন পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কায় রাজধানী ওয়াশিংটনে লকডাউন করা হয়েছে। এদিকে, পার্লামেন্ট ভবনে হামলায় বাইরের দেশের ইন্ধনসহ বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে এফবিআই।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। লকডাউন করা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য। নগরীতে কড়া তল্লাশি ছাড়া প্রবেশের কোনো সুযোগ নেই।
তবে নিরাপত্তার মধ্যেই রোববার ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত বিচ্ছিন্ন সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। বিক্ষোভ হয়েছে টেক্সাস, অরেগন, মিশিগানসহ আরো কয়েক রাজ্যে। বেশ কয়েকটি রাজ্যে স্থানীয় পার্লামেন্ট ভবনের সামনে সশস্ত্র মহড়াও দিয়েছে তারা।
তবে পুলিশের উপস্থিতিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শপথের দিন বুধবার সকালে হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন তিনি।
২০শে জানুয়ারি দুপুরে ক্যাপিটল হিলের বাইরের উন্মুক্ত অঙ্গনে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জামাল...
বিস্তারিতআন্তর্জাতিক ডেস্ক: অভ্যুত্থানের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন