ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবলে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো অ্যাথলেটিক বিলবাও। সেভিয়ায় সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধে সমান অবস্থানে ছিলো বিলবাও। ৪০ মিনিটে গ্রিজম্যান বার্সাকে প্রথম গোল এনে দেন।
৪২ মিনিটে বিলবাওকে সমতায় আনেন অস্কার ডি মার্কোস। ৭৭ মিনিটে গ্রিজম্যান নিজের জোড়া গোল আদায় করে নেন। ম্যাচের অতিরিক্ত সময় ভিলালিব্রে ও উইলিয়ামসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের শেষ মুহুর্তে লালকার্ডের দেখা পান আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এরপর আর কোনো গোল না হলে তৃতীয়বারের মত চ্যাম্পিয়নের খেতাব নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক বিলবাও।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন