কুমিল্লা সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাম্পিং গ্রাউন্ডে অযত্নে পড়ে আছে হাজার হাজার যানবাহন। ছাউনি না থাকায় যানবাহনগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। চুরি হচ্ছে গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। কর্তৃপক্ষ জানালেন, সড়ক দুর্ঘটনায় বা আইন ভাঙার কারণে এসব যানবাহন জব্দ করা হয়েছে। এগুলোর মালিকরা বলছেন, আইনি নিষ্পত্তি শেষে যানবাহন ফেরত পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা যেন দূর করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুর্ঘটনার কারণে ও নিয়ম ভঙ্গ করায় জব্দ করা যানবাহনগুলো এই ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। এরপর মামলা শেষে পর আলামত হিসেবে এসব যানবাহন আটকে রাখা হয়। বিচার শেষ না হওয়া পর্যন্ত যানবাহনগুলো পড়ে থাকে ডাম্পিং গ্রাউন্ডেই। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হয়। চুরি হয় যানবাহনগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
যানবাহনগুলোর মালিকরা বলছেন, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়। ফলে যানবাহনগুলো ফেরত পেলেও আর চলাচলের যোগ্য থাকে না। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হতে হয়ে। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হলে এমনটি হতো না।
এদিকে, পুলিশ কর্তৃপক্ষ জানালেন, মামলা শেষ না হওয়া পর্যন্ত এসব যানবাহন ফেলে রাখা ছাড়া আর কিছুই করার থাকে না। অনেক ক্ষেত্রে মালিক না পাওয়ায় নিলামে বিক্রি করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, জব্দ করা যানবাহনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলে এবং দ্রুত মামলার নিষ্পত্তি হলে সম্পদের এই অপচয় থেকে বের হয়ে আসা সম্ভব।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন