ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামীকাল (সোমবার) বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে ক্যারিবিয়রা।
ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সেই দলের অনেক খেলোয়াড় নেই বাংলাদেশ সফরে। ঢাকায় কয়েকদিনের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই ওয়ানডে দলের একাদশ ঠিক করতে চান ওয়েস্ট ইন্ডিজ দলের হেডকোচ ফিল সিমন্স। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটারদের দূর্বলতাগুলোও খুঁজে বের করা কোচের লক্ষ্য।
ফিল সিমন্স বলেন, সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকদিনের অনুশীলনে নতুন ক্রিকেটারদের দেখার সুযোগ পেয়েছি। পেসার এবং স্পিনারদের সমন্বয়েই একটি ভালো একাদশ তৈরীর চেষ্টা করবো।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন