আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে চলছে উদ্ধার অভিযান। রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বৈদ্যুতিক যন্ত্র বিকল হয়ে অন্ধকারে রয়েছে পুরো দ্বীপ। ভেঙে পড়া ভবনের নিচে আটকেপড়াদের উদ্ধারে কাজ চলছে।
গত শুক্রবার রাতে সিএনএনের খবরে দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬৭ বলে জানানো হয়। তবে উদ্ধার অভিযান শেষ হলে এ সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশটির সুলাওয়েশি দ্বীপে গত শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েশি দ্বীপের মামুজ শহর। বহু ঘরবাড়ি, অবকাঠামো এমনকি হাসপাতাল পর্যন্ত ভূমিসাৎ হয়ে যায়। যে কারণে শহরটিতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে থেমে নেই ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারকাজ। গতকাল দিনভর মামুজু শহরে উদ্ধার অভিযান চালানো হয়।
বিপর্যস্ত সুলাওয়েশি দ্বীপে মানবিক সংকট চরম রূপ নিয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় হাজার হাজার গৃহহীন মানুষ রাস্তার পাশে ও অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারপরও তারা নিরাপদ নন। একের পর এক পরাঘাত অনুভূত হওয়া ও সরকার সুনামির সতর্কতা জারি করায় উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন তারা।
এদিকে, ভূমিকম্পের প্রভাবে সক্রিয় হয়ে উঠেছে জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। ধোঁয়া ও কালো ছাইয়ে ঢেকে গেছে গোটা দ্বীপ। অগ্ন্যুৎপাতের আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন