নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এবার স্বীকৃতি হিসেবে বহুল কাঙ্ক্ষিত টুপি (ক্যাপ) পেলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুপি পরে ছবি প্রকাশের পর সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকরা।
আজ রোববার (১৭ জানুয়ারি) বিকেলে বহুল কাঙ্ক্ষিত সেই নীল রংয়ের টুপি পরে ফেসবুকে ছবি প্রকাশ করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে টুপিটা পেলাম।’ মাত্র এক ঘন্টায় এক লাখ ৪১ হাজার মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন ছবিতে। মতামত দিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।
গত এক দশকে দীর্ঘসময় ধরে টেস্ট এবং ওয়ানডেতে সমান দাপট ধরে রেখেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৩ বছর ধরে। তাই সহজেই টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব একাদশে জায়গা করে নেন। আইসিসির তালিকা প্রকাশের দিন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৬৩২৩ রান এবং ২৬০টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
সাকিব ছাড়াও সেরা এই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন