ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি’র (প্যারিস সেন্ট জার্মেই’র) নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো। কোচ আক্রান্ত হওয়ায় ফ্রেঞ্চ লিগ ওয়ানে আসন্ন ম্যাচে মাঠে দলের পাশে থাকছেন না তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো। পচেত্তিনো দায়িত্ব পাওয়ার কিছুদিনের মাথায় শিরোপা জিতে পিএসজি। গত বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে দলটি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন