নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের কান্দুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কান্দুলিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে আফরোজা আক্তারের সাথে এরশাদুলের একমাস আগে ডিভোর্স হয়। এরপর আফরোজা শহরের চকপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকলেও ছেলে আরাফাত কান্দুলিয়ায় নানীর সাথে থাকত। আজ সকাল ১০টার দিকে এরশাদুল কান্দুলিয়ায় ছেলেকে দেখতে আসেন এবং বাড়ির একটি কক্ষে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেন এবং ছেলে আরাফাতকে শ্বাসরোধে হত্যা করেন।
এসময় বাইরে থেকে আরাফাতকে হত্যার বিষয়টি নানী আঁচ করতে পেরে চিৎকার করতে থাকেন এবং স্থানীয়রা এসে কক্ষের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশে খবর দিলে ১২টার দিকে পুলিশ এসে ঘরের দরজা খুলে আরাফাতের মরদেহ উদ্ধার করে ও এরশাদুল ইসলামকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন