নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে আবারো বাড়ছে শীতের তীব্রতা। দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে দিনের বড় একটা সময় দেখা মিলছে না সূর্যের। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসছে শীত। পাবনা, নওগাঁ, দিনাজপুরসহ রংপুর বিভাগের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া, মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে মৌলভীবাজার, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি জেলায়। কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না অনেক জেলায়।
গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের অভাবে রয়েছে এসব এলাকার দরিদ্র মানুষেরা। আগুন জ¦ালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।
দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরেই। ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দিনের অনেকটা সময় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
শীতে লালমনিরহাটের চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। কুয়াশার কারণে ক্ষতি হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসলের। এদিকে, দিনে রোদ থাকলেও রাতের বেলায় শীত বেড়ে যায় নাটোরে। এসব এলাকার মধ্যে, শীতের তীব্রতা বেশি নওগাঁর বদলগাছিতে।
নদী পাড়ের এলাকায় মধ্যরাতের দিকে মাঝারি থেকে ঘণ কুয়াশা পড়ার আশংকা রয়েছে। এমন পরিস্থিতি আরো কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে বাস ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন