ফরিদপুর সংবাদদাতা: পাটবীজের বাম্পার ফলনে হাসি ফুটেছে ফরিদপুরের চাষীদের মুখে। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদন করে সাফল্য পেয়েছেন তারা। এদিকে বীজের উৎপাদন অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নিজেদের উৎপাদিত বীজ দিয়েই চাহিদা পূরণ সম্ভব বলে জানালেন আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা।
পাট উৎপাদনে দেশের শীর্ষে ফরিদপুর জেলা। চলতি মৌসুমে এ জেলার চাষীরা পাটবীজ উৎপাদন করে সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে পাটবীজের চাষ।
ফরিদপুরের আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার ১৯০০ চাষী উচ্চ ফলনশীল তোষা পাট বীজ আবাদ করেন। তাদের ক্ষেতে এখন পরিপক্ক পাটবীজ। অনেক চাষী এখন বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন।
উৎপাদন অব্যাহত থাকলে আগামীতে পাট বীজ আমদানি করতে হবেনা বলে জানান, ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রনজিৎ কুমার ঘোষ।
চলতি মৌসুমে ফরিদপুরে ১১৫ হেক্টর জমিতে ১৫ মেট্রিক টন পাট বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন