নিজস্ব প্রতিবেদক: দেশের বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরো দু’একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১৮ জানুয়ারি থেকে কয়েকদিন বৃষ্টির আশংকাও রয়েছে। ফলে তাপমাত্রা আরো কমতে পারে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে ঘণ কুয়াশায় ঢেকে রয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। রংপুর, দিনাজপুর, নওগাঁ ও রাজশাহীসহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না।
গাইবান্ধায় কনকনে ঠাণ্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। ঘণ কুয়াশায় মহাসড়কে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
শীতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী বেষ্টিত চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। আলু, বোরো বীজতলা ও গমসহ বিভিন্ন শস্যে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ। কুড়িগ্রামের পরিস্থিতিও একই রকম।
গোপালগঞ্জে ঠান্ডার দাপট বেড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নি¤œ আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
এমন পরিস্থিতি আরো কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাতে নদীর অববাহিকায় কোথাও কোথাও রয়েছে মাঝারি থেকে ঘণ কুয়াশা পড়ার আশংকাও।
আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন