নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী জানান, নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নয়, বিএনপিকেই জনগণ ক্ষমা করবে না।
বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন