ক্রীড়া প্রতিবেদক: জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-(বিপিএল) ফুটবলে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। আজ বুধবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে শুরু থেকে। ৩৫ মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা। দ্বিতীয়ার্ধে দূর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান ইব্রাহিম। বাকি সময় স্ট্রাইকারদের ব্যর্থতায় কোন দলই আর গোলের দেখা পায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এর আগে বিপিএল ফুটবলের উদ্বোধন করেন বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন