নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৭টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সদস্যের সর্বসম্মতিতে বিভিন্ন পৌরভার মেয়র পদে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে আগামী ১৭ই জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে ৫৭টি পৌরসভায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ১৯শে জানুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও ২৬শে জানুয়ারি প্রত্যাহার শেষে ১৪ই ফেব্রুয়ারি এসব পৌরসভায় ভোট হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন