নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে প্রায় দ্বিগুণ দামে করোনার টিকা ব্রিক্রি করছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। একই টিকা ভারতের কাছে বাংলাদেশের অর্ধেক দামে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
গতকাল ভারত সরকার ও সিরাম ইনিস্টিটিউটের মাঝে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারত সরকার প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি ডোজ টিকা ২ ডলারে কিনবে, যার বাংলাদেশি মূল্য পড়বে প্রায় ১’শ ৭০ টাকা। কিন্তু এর আগে বাংলাদেশের সাথে ডোজ প্রতি ৪ ডলারে চুক্তি করে সিরাম ইনস্টিটিউট, যার বাংলাদেশি মূল্য প্রায় সাড়ে তিন’শ টাকা।
এদিকে, আগামী মাস থেকেই দেশে বেসরকারিভাবে করোনাভাইরাসের টিকা আমদানী শুরু করতে যাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বৈশাখী টেলিভিশনকে জানান, প্রাথমিকভাবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই টিকা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: আগামী এক সপ্তাহের...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: করোনা অতিমারির...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন