জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে গ্রাহকের প্রায় ৯ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে স্থানীয় একটি সমবায় সমিতির নির্বাহী পরিচালক। জীবনের সব সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পাঁচশ’র বেশি গ্রাহক। তাদের অভিযোগ, উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
২০১১ সালের ১৮ই আগষ্ট জয়পুরহাট সদর উপজেলা সমবায় অফিসে রেজিষ্ট্রেশন করে মাষ্টারপাড়ায় বিনিময় আদর্শ ব্যবসায়ী সমিতির কার্যক্রম শুরু করেন রাহাত সরদার সবুজ। নামে এক লোক। সমিতির গ্রাহকদের তিনি এক লাখ টাকায় প্রতিমাসে ২৬’শ টাকা মুনাফা দেয়ার ঘোষণা দেন। লোভনীয় মুনাফার ফাঁদে পড়ে গ্রাহকরা সমিতিতে মোটা অঙ্কের টাকা জমা করেন। দিনে দিনে বাড়তে থাকে গ্রাহক সংখ্যাও।
গেল নয় বছরে ৫শ’ ২ জন গ্রাহক এই সমিতিতে আমানত জমা করেন ৮ কোটি ৭৬ লাখ টাকা। কিন্তু গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে নানা অজুহাতে মুনাফা দেয়া বন্ধ করে দেয়া হয়। গত ৩১ ডিসেম্বর অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় সমিতির নির্বাহী পরিচালক রাহাত সরদার সবুজ।
টাকা দিতে না পারায় গ্রাহকদের হুমকির মুখে পড়েছে মাঠকর্মীসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মামলা করার পরামর্শ দিয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন