নিজস্ব প্রতিবেদক: স্বস্তি নেই রাজধানীর ভোজ্য তেলের বাজারে। সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে ১০ টাকা বাড়তি দামে। বেড়েছে বেশ কিছু মসলার দামও। চালের বাজারেও স্বস্তি পাচ্ছেনা ক্রেতারা। এদিকে, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল।
ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। গত একমাস ধরে বাড়তি তেলের দাম। সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিনও।
বাড়তির তালিকায় যোগ হলো বেশ কিছু মসলার দামও। ১শ’ টাকা থেকে বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১শ’ ১০ টাকায়। মুগডাল ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১শ’ ৪০ টাকা। চিনি কিনতেও ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি ৩ টাকা।
এদিকে, স্বস্তি ফেরেনি চালের বাজারেও। বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে, আমদানির চাল বাজারে এলে, দাম কমবে বলে জানান বিক্রেতারা। নিত্যপণ্যের এমন উর্ধগতিতে ক্ষুব্ধ ক্রেতারা বাজার তদারকির দাবি জানান।
অন্যদিকে, শীতকালীন সবজির সমারহ কাচাঁবাজারে। দাম কমেছে বেশ কিছু সবজির। কমতির তালিকায় যোগ হলো আলু আর পেয়াঁজও।
আর অপরিবর্তিত রয়েছে মুরগি, গরু ও খাশির মাংসের দাম।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন