চট্টগ্রাম সংবাদদাতা: বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় একশ কোটি টাকার পেঁয়াজ খালাসের অপেক্ষায় পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। আমদানিকারকরা বলছেন, ভারত রপ্তানি শুরুর পর অন্যদেশের পেঁয়াজের দাম কমে গেছে। বাজারে চাহিদা না থাকায় খালাস করতে দেরি হচ্ছে। এদিকে, বন্দর ইয়ার্ডে পড়ে থাকা পেঁয়াজ নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস।
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর মিশর, তুরস্কসহ প্রায় ১৫টি দেশ থেকে পেঁয়াজের আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। বর্তমানে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ২৬ হাজার টনের বেশি পেঁয়াজ। পহেলা জানুয়ারি ভারত নিষেধাজ্ঞা তুলে নিলে বাজারে দাম ও চাহিদা কমে যাওয়ায় এসব পেঁয়াজ খালাস করতে আগ্রহ হারিয়েছে আমদানিকারকরা।
এদিকে, পচনশীল দ্রব্য পেঁয়াজ খালাস না হওয়ায় নিলামের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম কষ্টমস। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে গেল সপ্তাহের তুলনায় প্রায় ৫ টাকা কমে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে।
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে বাস ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন