রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটিতে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সার দৌরাত্ম্য বেড়েছে। শহরের বেশিরভাগ দুর্ঘটনার জন্য এসব যানবাহন দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
নিয়ম অনুযায়ী সড়কে নম্বর প্লেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির চিত্র এর উল্টো। নিয়ম না মেনে রাঙ্গামাটিতে অবাধে চলছে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা।
স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনে দুর্ঘটনা ঘটে বেশি। দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালালেও, পরে আবারো সড়কে ফিরে আসে এসব যানবাহন। এজন্য, সড়কে প্রশাসনের নজরদারি না থাকাকেই দায়ী করছেন তারা।
তবে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ট্রাফিক পুলিশ। পর্যটন মৌসুম ছাড়াও রাঙ্গামাটিতে প্রায় সব সময়ই লোক সমাগম থাকে। অবৈধ যানবাহন মুক্ত হয়ে নিরাপদ হবে চলাচল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন