কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের ইজলামারী গ্রামে জিঞ্জিরাম নদীর উপর সেতু আছে, কিন্তু সংযোগ সড়ক নেই। ফলে, সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। অকেজো পড়ে আছে। কর্তৃপক্ষের উদাসীনতা আর ঠিকাদারের গাফিলতির কারণেই এ অবস্থা, অভিযোগ স্থানীয়দের।
২০১৭ সালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী গ্রামে জিঞ্জিরাম নদীর উপর ৮৫ মিটার দৈর্ঘের একটি সেতু নির্মাণ করা হয়। খরচ পড়ে চার কোটি ৮০ লাখ টাকা। কিন্তু সেতুর কাজ শেষ হলেও, ঠিকাদাররা সংযোগ সড়ক নির্মাণ করেনি। ফলে, এর সুফল পাচ্ছে না স্থানীয়রা।
সংযোগ সড়ক না থাকার পরও, ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে বিভিন্ন যানবাহন। বাঁশের সাঁকো কিংবা বিকল্পভাবে পারাপারেও দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহণে গুণতে হয় বাড়তি অর্থ। চিকিৎসা সেবা নিতে গিয়েও হয় ভোগান্তি।
ঠিকাদারের গাফিলতির কারণেই এ অবস্থা বলে জানালেন এলাকার সাবেক সংসদ সদস্য। বারবার অভিযোগ করেও কাজ হয়নি বলে জানান তিনি।
সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুব শিগগিরই সংযোগ সড়ক হবে, চলাচলের উপযোগী হবে সেতু, এমনটাই আশা এলাকাবাসীর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন