চট্টগ্রাম সংবাদদাতা: করোনাভাইরাসের টিকা পাওয়ার পর সেগুলো সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে, নগরীর টাইগার পাসে অবস্থিত সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, শিগগিরি করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসার বিষয়ে আশাবাদী তিনি। তিনি জানান, ভ্যাকসিন সুষ্ঠুভাবে বন্টন নিশ্চিত করতে এরই মধ্যে টিকা গ্রহীতাদের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। পাশাপাশি টিকার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও চলছে প্রস্তুতি।
সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্তি বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতারসহ অনেকে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন