ক্রীড়া ডেস্ক: প্রাথমিক উদ্বেগ কাটিয়ে এখন ভালো আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। শনিবার বিকেলে রিং বসানোর পর তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে। গতকাল রাতে করোনা পরীক্ষা হয়েছিলো ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের। কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে তার।
আরো দু’টি রিং বসানো হবে সৌরভ গাঙ্গুলীর বুকে। তবে রিং কবে বসানো হবে এ বিষয়ে সোমবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলোজিস্ট দেবি শেঠী সোমবার সৌরভ গাঙ্গুলীর চিকিৎসার খোঁজ নিতে কলকাতা উডল্যান্ডস হাসপাতালে আসবেন।
আরো কয়েকদিন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন