নিজস্ব প্রতিবেদক: চলতি বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ রোববার (০৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক গণমাধ্যমের মিথ্যা প্রচারণা ঠেকাতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও এখনও শুরু হয়নি প্রত্যাবাসন। সর্বশেষ গতবছর নিজ দেশের নির্বাচনের দোহাই দিয়ে প্রত্যাবাসন ঠেকায় মিয়ানমার।
এমন পরিস্থিতিতে কক্সবাজারের ওপর চাপ কমাতে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। ডিসেম্বরে দুই ধাপে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়।
তবে এখনো থেমে নেই আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরোধিতা। ভাসানচর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুল ভাঙ্গাতে চলতি মাসেই বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাবে সরকার।
মন্ত্রী আরও জানান, চলতি বছরেই প্রত্যবাসান শুরুর চেষ্টা চালাচ্ছে সরকার। প্রত্যাবাসন সফল করতে ভারত ও চীনের পাশাপাশি জাপানও বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন