জামালপুর সংবাদদাতা: জামালপুরে ভাড়া বাসা থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার) সকালে শহরের চর নাওভাঙা এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, শহরের পাথালিয়া উত্তরপাড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম তার স্ত্রীকে নিয়ে চর নাওভাঙা গ্রামের বিল্লাল মীরের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে বাড়ি ফেরার পর ওয়াসিমের বমি ও পাতলা পায়খানা শুরু হয়, পরে ভোর বেলা তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত ওয়াসিমের বাবা মো: তোফাজ্জল হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন