বরিশাল সংবাদদাতা: বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রেজাউলের পরিবারের অভিযোগ, গত ২৯শে ডিসেম্বর রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি।
পরদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রেজাউল বাথরুমে পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যায় রেজাউল।
পরিবারের সদস্যরা বলছেন, রেজাউলের শরীরে বেশ কয়েকটি জখমের চিহ্ন রয়েছে। এদিকে পুলিশ বলছে, তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছিল।
এছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা ছিলো। তাকে নির্যাতনের অভিযোগ মিথ্যা বলেও দাবি পুলিশের।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন