নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচদিন পর বুড়িগঙ্গা নদী থেকে ইয়াকুব নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার) রাতে মরদেটি উদ্ধার করা হয়। আজ (রোববার) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকার পোস্তগোলার ইব্রাহিমের ট্রাকের চালক ছিলেন ইয়াকুব। কিছু দিন আগে তার কাছে ৭৪ হাজার টাকা পাওনা দাবি করে ইব্রাহিম। এনিয়ে কথা কাটাকাটির জেরে কাজ ছেড়ে দেয়। এরপর থেকে পাওনা টাকার জন্য চাপ বাড়িয়ে দেয় ট্রাক মালিক। একপর্যায়ে শর্ত দেয় ৫০ হাজার টাকা দিলে তাকে ফের ট্রাকে চাকরী দেয়া হবে। এরপর গত ২৯ ডিসেম্বর স্ত্রীর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ইয়াকুব।
শনিবার (দোসরা জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার সকালে মরদেহটি ইয়াকুবের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন