ক্রীড়া ডেস্ক: নতুন বছরে পরিবারে আরো একজন নতুন অতিথি (তৃতীয় সন্তান) আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার (০৩ জানুয়ারি) সকালে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ সুসংবাদ দেন। এসময় সাকিব তার অনাগত সন্তান আসার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেন।
নতুন সন্তানের খবর আনন্দের জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এসময় তিনি বাচ্চা যেন সুস্থ থাকতে পারে, তার জন্য দোয়া কামনা করেন।
এর আগে নতুন বছরের প্রথম দিনে (পহেলা জানুয়ারি, ২০২১) নতুন অতিথি আসার সুখবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী শিশিরের বেবি ব্যাম্পের ছবি পোষ্ট করেন সাকিব আল হাসান। ওইদিন নিজের পোষ্টে তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার খবরটি স্পষ্ট না করলেও স্ট্যাটাসে আপলোড করা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি দেখে ভক্ত-অনুরাগীরা অনুমান করে নেন, তাদের সংসারে আরো এক সন্তান আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ১ লাখ মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে, কমেন্ট করেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ২ হাজার মানুষ।
উল্লেখ্য সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দু’টি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গতবছর ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন