মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জে গৃহবধূ কনিকা আক্তার রিয়াকে (২৩) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। আজ রোববার (০৩ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তার স্বজনরা জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রিয়াকে নির্যাতন ও বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, স্বামী নাজমুল ও শ্বশুর বাড়ির লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান রিয়ার স্বজন ও এলাকাবাসী।
পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা আবু বক্কর সিদ্দিক মানববন্ধনে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় পরিবারের সদস্য, এলাকাবাসীসহ সহপাঠিরা।
উল্লেখ্য, গত ৩০শে ডিসেম্বর রিয়াকে বাবার বাড়ি থেকে শ্বশুড়বাড়ি নিয়ে যায় স্বামী নাজমুল। পরদিন ৩১শে ডিসেম্বর শ্বশুড় বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন