মাগুরা সংবাদদাতা: অসাম্প্রদায়িকতার আদর্শ নিয়ে মাগুরায় শেষ হলো দুইদিনের বাউল উৎসব। বিশিষ্ট লালন সাধক ফকির মনোরঞ্জন সাইজির সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ভক্ত ও অনুসারীরা এই উৎসবের আয়োজন করেন।
লালন সাধক ও ভক্ত অনুসারীদের পদচারনায় আখড়াবাড়িটি মিলনমেলায় পরিণত হয়। শনিবার বিকেলে শুরু হয় এই বাউল উৎসব শেষ হয়েছে গতকাল (রোববার) বিকেলে।
বাউল উৎসবে লালন ও বউল দর্শনের উপর বক্তব্য রাখেন লালন গবেষকরা। বাউল ও লালনগীতি পরিবেশন করেন প্রখ্যাত বাউল বিমল সাইজি, আইয়ুব সাইজি, নূর আলী, তমারতনু বসুসহ লালন শিল্পীরা।
এছাড়াও মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। সারা রাত দিন ধরে চলে লালন ও বাউল গান। এছাড়াও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠাটি উপভোগ করেন। পরে লালন ভক্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন