নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় টিভি-ফ্রিজ তৈরীর কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কনকা ইলেক্ট্রনিক্স কারখানার তিন তলা ভবনটির নীচ তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। এসময় আতংকে ওপর থেকে কয়েকজন শ্রমিক লাফিয়ে পড়ে আহত হন।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, খবর পেয়ে তাদের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
এদিকে, এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন