ক্রীড়া ডেস্ক: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।
এরইমধ্যে সৌরভের হৃদযন্ত্রের একটি ধমনীতে ‘রিং’ বসানো হয়েছে। অন্য দু’টি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও ২টি রিং বসানো হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার (দোসরা জানুয়ারি) সকালে নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ। পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ গাঙ্গুলীকে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ক্রমাগত নজরদারিতে রাখতে ৭ সদস্যের চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন