গোলাম মোর্শেদ: সব ভেদাভেদ ভুলে দেশের সব ধরনের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের চেয়ে আপন আর কিছু ছিল না তার কাছে। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখবার জানবার সুযোগ পাওয়া বহু ব্যক্তি আজো আছেন, তাদের আছে শেখ মুজিবকে ঘিরে বহু স্মৃতি। সেসব স্মৃতি থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা কথা জানা যায়। পাওয়া যায় একজন দৃঢ়চেতা, কিন্তু, ভীষণ মানবিক শেখ মুজিবকে। মুজিববর্ষ বছরজুড়ে সাক্ষাতকার ভিত্তিক সেসব খন্ড খন্ড স্মৃতির ধারাবাহিক প্রতিবেদন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের স্বাধীনতা আন্দোলনের কথা বলেন ডাকসু’র প্রথম নারী ভিপি মাহফুজা খানম, যার একটি পর্বের স্বাক্ষী তিনি।
একাত্তরের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নিজের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ জানান মাহফুজা খানম।
ষাটের দশকের তুখোর এই ছাত্রনেতা শেখ মুজিবের প্রখর স্মরণশক্তির কথা বিস্ময়ের সাথে উল্লেখ করেন।
বিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন