নিজস্ব সংবাদদাতা: ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সাড়ে তিন মাস পর আবারও সেদেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানির প্রথম দিনেই শত শত টন পেঁয়াজ এসেছে। প্রবেশের অপেক্ষায় রয়েছে অনেক ট্রাক। দীর্ঘদিন পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হওয়ায় ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে। বাজারে কমতে শুরু করেছে দাম।
গত বছরের ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। বন্ধ হয়ে যায় বাংলাদেশে পেঁয়াজ আমদানি। এরপর গত ২৮ ডিসেম্বর রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। যা কার্যকর হয়েছে ১লা জানুয়ারি থেকে। এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার ১৩ টি ট্রাকে করে ৩০০ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়াও ভারতের ঘোজাডাঙ্গা এলাকা দিয়ে আরো ২০ থেকে ২৫টি পেঁয়াজবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার পেঁয়াজবাহী ৭ টি ট্রাকে ১৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে ভারত থেকে। আর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে ১৯ মেট্রিকটন।
অন্যদিকে সাড়ে তিন মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্ম ব্যস্ততা দেখা দিয়েছে স্থলবন্দরে কর্মরত শ্রমিক ও আমদানিকারকদের মাঝে।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতনাটোর সংবাদদাতা : নাটোর জেলা আইনজীবী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন