কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে সম্ভাবনাময় আরও একটি দর্শনীয় স্থান ‘শ্বেত পাহাড়’। মাতামুহুরী নদীর তীরঘেষে অবস্থিত এই পর্যটন স্পটটির নাম রাখা হয়েছে ‘নিভৃত নিস্বর্গ পার্ক’। তবে সাদা মাটির এ পাহাড়টি ‘শ্বেত পাহাড়’ নামেই পর্যটকদের কাছে বেশি পরিচিত। নতুন এই পর্যটন স্পটটিতে যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
ভ্রমণ পিপাসুদের কাছে প্রিয় বেড়াবার জায়গা কক্সবাজারে সমুদ্র ছাড়াও দেখার মতো আরো অনেক স্থান রয়েছে। সে তালিকায় নতুন এক নাম ‘শ্বেত পাহাড়’। চকরিয়া উপজেলার এই পাহাড়কে ঘিরে নতুন একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যার নাম দেয়া হয়েছে ‘নিভৃত নিস্বর্গ পার্ক’।
এরইমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘শ্বেত পাহাড়’। নদী আর পাহাড়ের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্য্য মোহাবিষ্ট করছে ভ্রমনপিপাসুদের।
মাতামুহুরী নদীর তীরের এই সবুজে ঘেরা পাহাড় আকর্ষণীয় পর্যটন স্পট ঘিরে বহু কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশাবাদী স্থানীয়রা।
জেলা প্রশাসক জানান, পাহাড়, নদী ও শ্বেতপাহাড় বেষ্টিত এই পর্যটন স্পটকে নিরাপদ ও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।
কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে নতুন এই স্পটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন