শেখ হারুন: করোনা অতিমারীতে হুমকির মুখে দেশের পুস্তক শিল্প। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দোকানগুলোতে নেই বইয়ের বেচা-কেনা। ফলে আর্থিক সংকটে ব্যবসায়ীরা। দোকান ভাড়া এবং কর্মীদের বেতন দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের।
রাজধানীর নীলক্ষেত বই বাজারে অন্যসময় শিক্ষার্থী ও বই প্রেমীদের ভিড় লেগেই থাকতো। করোনা অতিমারীর কারণে এখন বাজারটি প্রায় ফাঁকা। বেঁচাবিক্রি না থাকায় অলস সময় পার করছেন দোকানিরা।
সাধারণ ছুটিতে দীর্ঘদিন বন্ধের পর গত জুনে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে খুলে দেয়া হয় বইয়ের দোকানগুলো। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চীরচেনা রুপে ফেরেনি বই বাজার।
তুলনামূলক সস্তায় পাওয়া যায় বলে স্বাভাবিক সময়ে শিক্ষার্থীদের পছন্দের জায়গা ছিল নীলক্ষেতের বইয়ের বাজার। এখন ক্রেতা না থাকায় দোকান ভাড়া এবং কর্মচারীদের বেতন দেয়া কঠিন হয়ে পড়েছে।
এই অবস্থায় কয়েক মাসের ভাড়া মওকুফ করেছিলো দোকান মালিক সমিতি।
এদিকে, করোনা অতিমারিতে আর্থিক সংকটে থাকা বই বিক্রেতাদের জন্য সরকারী প্রণোদনা চেয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
সারাদেশে ২৫ হাজারের বেশি সদস্য রয়েছে তাদের । এর মধ্যে শুধু রাজধানীতে আছে ২ হাজারের বেশি সদস্য।
তাসলিমুল আলম: সরকারি-বেসরকারি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন