নাটোর সংবাদদাতা: রক্ষণাবেক্ষণের অভাবে আর কাজে আসছে না নাটোরের ‘‘গরীবের অ্যাম্বুলেন্স”। ইজিবাইক চালিত কমিউনিটি অ্যাম্বুলেন্সগুলো এখন বিকল। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেবাটি চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক।
ফোন করলেই মিলতো নাটোরের গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা “গরীবের অ্যাম্বুলেন্স”। মাত্র ৫০ টাকার বিনিময়ে প্রসূতি ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দিত এই অ্যাম্বুলেন্স। দুই বছর পার না হতেই, রক্ষণাবেক্ষণের অভাবে তা বিকল হয়ে পড়ে।
স্থানীয় সরকার বিভাগ থেকে বাগাতিপাড়া ও লালপুরের প্রতিটি ইউনিয়নে একটি করে ইজিবাইক চালিত অ্যাম্বুলেন্স দেয়া হয়। পরে, অন্যান্য উপজেলার ইউনিয়নগুলোতেও চালু হয় এই সেবা। এই সেবা গরীবের অ্যাম্বুলেন্স হিসেবে পরিচিত হয়ে উঠে। তবে, এখন দুই একটি ছাড়া বেশিরভাগই অচল।
সেবাটি আবার চালু করতে সরকারী সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এম্বুলেন্সগুলো চালু করে, অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দেন জেলা প্রশাসকও।
শুধু আশ্বাস নয়, খুব শিগগিরই অ্যাম্বুলেন্সগুলো চালু করার উদ্যোগ নেয়ার দাবি জেলাবাসীর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন