খাগড়াছড়ি সংবাদদাতা: আজ দোসরা ডিসেম্বর, পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর। পাহাড়ের সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের এই দিনে সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই হয়। দীর্ঘ সময়ে পাহাড়ে উন্নয়নম‚লক কাজ হলেও ভূমির মালিকানাসহ কিছু বিষয় এখনো বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানান পাহাড়ের বাসিন্দারা।
দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর রাজনৈতিক শাখার সাথে বাংলাদেশ সরকারের শান্তিচুক্তি সই হয়েছিল ১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সাক্ষরিত এই চুক্তিতে শান্তি ফিরে আসে পার্বত্য এলাকায়।
দীর্ঘ দুই দশকে অনেক উন্নয়ন হয়েছে তিন পার্বত্য জেলায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বলছে, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পাহাড়ে এখনো সংঘাত দ‚র হচ্ছেনা। এজন্য রাজনৈতিক দলগুলোর উদাসীনতাকে দুষছেন পাহাড়িরা।
ভূমির মালিকানাসহ অন্যান্য বিষয় দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানালেন ক্ষমতাসীন দলের নেতারা। এক্ষেত্রে দু’পক্ষকেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানালেন চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্যরা।
পাল্টাপাল্টি অভিযোগ না করে পার্বত্যাঞ্চলের অধিকতর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ সাধারণ মানুষের।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন