ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপ ক্রিকেটে বুধবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকা। সন্ধ্যার সাড়ে ৬টার ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।
তিন ম্যাচ খেলে এক জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে জিতে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে চায় তামিম ইকবালের দল বরিশাল।
অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে তলানীতে রয়েছে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের দলের লক্ষ্য পরাজয়ের বৃত্ত থেকে বেরুনো।
সন্ধ্যা সাড়ে ৬টায় আরেক খেলায় মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। তিন ম্যাচের সবক’টিতে জিতে শীর্ষে রয়েছে চট্টগ্রাম দল। অন্যদিকে রাজশাহী রয়েছে দ্বিতীয় স্থানে। দু’দলেরই লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছেন মাশরাফি বিন মর্তুজা। মিরপুর একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেন তিনি। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকে এখন পর্যন্ত খেলার বাইরে রয়েছেন মাশরাফি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন