ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। স্পেনে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমের সবকটি ম্যাচে জয় পেয়ে নিজেদের গ্রুপের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের ধারা অব্যহত রেখে এবারের শীরোপা জয়ী হওয়ার পথে এগিয়ে যেতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।
এদিকে, বায়ার্নকে হারিয়ে এ গ্রুপ থেকে পরবর্তি রাউন্ড নিশ্চিত করতে চায় স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। বি গ্রুপের ম্যাচে ইউক্রেনে স্বাগতিক ক্লাব শাখতার দানেস্ক’ এর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত ১১টা ৫৫মিনিটে। লন্ডনে ডি গ্রুপের ম্যাচে স্বাগতিক লিভারপুলের প্রতিপক্ষ আয়াক্স আমস্টারডাম। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত ২ টায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন