আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের চেয়ে বেশি কার্যকর বলে দাবি করেছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এদিকে, ভারতে উৎপাদিত ভ্যাকসিন জরুরি প্রয়োজনে দুই সপ্তাহের মধ্যে পাওয়া সম্ভব বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। অন্যদিকে, করোনাভাইরাসে একদিনে পৌনে ছয়লাখসহ মোট আক্রান্ত সোয়া ৬ কোটি ছাড়িয়েছে। নতুন করে ৯ হাজারসহ মোট মৃত্যু সাড়ে ১৪ লাখের বেশি। প্রাদুর্ভাব বাড়ায় বড় দিনের উৎসবে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার টিকা যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের টিকার চেয়ে বেশি কার্যকর বলে দাবি করেছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, দরিদ্র দেশগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে অক্সফোর্ডের টিকা।
এদিকে, গ্লোবাল হেলথ ইনোভেশন সেন্টারের সহকারী পরিচালক আন্দ্রিয়া টেইলর বলেন, ফাইজারের টিকা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের চাহিদা মিটিয়ে যাবে অন্য দেশেগুলোতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মডার্না উদ্ভাবিত টিকা যুক্তরাষ্ট্রের আগামী বছরের চাহিদা মেটাবে। তাই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা অন্যান্য দেশগুলোর জন্য আশির্বাদ হয়ে দেখা দেবে।
অন্যদিকে, ভারতে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন জরুরি ক্ষেত্রে ব্যবহারের উপযোগী বলে দাবি করেছেন সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম পরিদর্শনে গেলে তিনি জানান, দুই সপ্তাহের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে।
এছাড়া, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বড় দিনের উৎসবে কড়াকড়ি আরোপ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। লসএঞ্জেলেসের বাসিন্দাদের ডিসেম্বর মাসে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন