আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে নতুন পুলিশ সিকিউরিটি আইনের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দায়িত্বপালনকালে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইনের পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নামে দেশটির হাজার হাজার নাগরিক।
পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় উত্তেজিত জনতা সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। নতুন আইনে পুলিশের কোন ভিডিও ধারণ করা নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি প্যারিসে এক কৃষ্ণাঙ্গ যুবককে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ প্রশাসন। অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করার পাশাপাশি এ ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন