নিজস্ব সংবাদদাতা: বগুড়ার বাজারে আলু বীজের সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় চাষীরা। তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র এক কর্মকর্তার সাথে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারে আলু বীজের কৃত্রিম সংকট তৈরি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিএডিসি’র কর্মকর্তারা। এদিকে, ফরিদপুরে খাওয়ার আলু হিসেবে আলুর বীজ বিক্রি করে দেয়ায় দেখা দিয়েছে সংকট। তবে বিএডিসির কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, সংকট থাকবে না।
চলতি রবি মৌসুমে বগুড়া জেলায় ৫৭ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী এবার ৮৫ হাজার মেট্রিক টন আলু বীজের প্রয়োজন। এর মধ্যে সরকারিভাবে ২২ হাজার মেট্রিক টন বীজ সরবরাহ করা হচ্ছে। যা বিতরণ করছে বিএডিসি। বাকীটা বেসরকারিভাবে সরবরাহ করা হচ্ছে।
তবে বগুড়ায় বিএডিসি’র আলু বীজ বিতরণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠেছে। স্থানীয়রা বলছেন, বিএডিসি’র একজন কর্মকর্তা কয়েকজন ব্যবসায়ীর সাথে সিন্ডিকেট করে আলুর বীজ বরাদ্দ দিচ্ছেন। বাজারে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বাধ্য হয়েই কৃষকদের বেশি দামে আলুর বীজ কিনতে হচ্ছে।
তবে সিন্ডিকেটের অভিযোগ সঠিক নয় জানিয়ে স্থানীয় বিএডিসি’র কর্মকর্তারা বললেন, আলুর দাম ভালো থাকায় এবার অনেকেই চাষ করছেন। ফলে বীজের সংকট দেখা দিয়েছে।
এদিকে, আলু বীজের সংকট দেখা দিয়েছে ফরিদপুর অঞ্চলেও। স্থানীয়রা জানালেন, বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় অনেকে খাবার আলু হিসেবে আলুর বীজ বিক্রি করে দেয়ায় এই সংকট।
তবে ফরিদপুরে অবস্থিত বিএডিসি’র বীজ উৎপাদন খামারের কর্মকর্তারা আশ্বস্ত করে জানালেন, পর্যাপ্ত আলু বীজ সংগ্রহে রয়েছে। সংকট কেটে যাবে।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি, এবছর ফরিদপুর জেলায় ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হবে।
নিজস্ব প্রতিবেদক: নগরের বিভিন্ন ভোট...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন