নিজস্ব প্রতিবেদক: বরাবরের মতো এবারো সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের উপর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করেছে দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৩ ক্যাটাগরিতে ২৩ কর্পোরেট প্রতিষ্ঠানকে সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন-২০১৯ দেয়া হয়েছে এবারের পুরস্কার। আজ (বৃহস্পতিবার) বিকালে রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। আর দেশের বিদ্যমান ব্যবসাবান্ধব পরিবেশ ও অর্থনৈতিক ভিত্তি মজবুত বলেই করোনার মধ্যেও অন্যান্য দেশের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি ভালো ছিলো।
এবছর ৫৪টি প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন জমা পড়ে আইসিএবি-তে। সাবেক অর্থসচিব এম মতিউল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের জুরিবোর্ড যাচাই-বাছাই করে ২৩টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে। এবছর সবচেয়ে বেশি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
বেসরকারি ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক লিমিটেড, ফাইনান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে আইডিএলসি ফাইনান্স লিমিটেড, ম্যানুফ্যাকচারিং খাতে বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে গ্রামীণফোন লিমিটেড, ইন্সুরেন্সে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, পাবলিক সেক্টর এনটিটিজে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এনজিও খাতে সাজিদা ফাউন্ডেশন, সেবাখাতে ইউনাইটেড হোটেল এন্ড রিজোর্ট লিমিটেড, কৃষিতে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সমন্বিত প্রতিবেদনে লঙ্কাবাংলা ফাইনান্স লিমিটেড, কর্পোরেট সুশাসনে যৌথভাবে আইডিএলসি ফাইনান্স লিমিটেড ও লঙ্কাবাংলা ফাইনান্স লিমিটেড প্রথম পুরস্কার পেয়েছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিএবি'র পেশাদারিত্ব দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়নে সহায়তা করবে।
২০০১ সাল থেকে আইসিএবি সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য এই পুরস্কার দিয়ে আসছে।
স্বচ্ছ ও গ্রহণযোগ্য আর্থিক প্রতিবেদনের উপর নির্ভর করে বার্ষিক প্রতিবেদন বাছাই করা হয়। বিজয়ী ২৩ প্রতিষ্ঠান ছাড়াও শান্তনাসূচক ১৮টি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট প্রদান কার হয়।
নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশ পরিচয়ে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রকে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন