কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে শিশু ধর্ষনের দায়ে নাছির উদ্দিন প্রকাশ আশেক নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরো এক বছর কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্ভর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নেসা আয়শা এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন প্রকাশ আশেক কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের মো. শামসুল আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান। আসামীপক্ষের আইনজীবী ছিলেন কাশেম আলী।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান জানান, ২০১৭ সালের ৬ ডিসেম্বর কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ার এক মেয়েকে আসামী নাছির উদ্দিন ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের বাবা বাদী হয়ে কুতুবদিয়া থানায় ২০১৭ সালের ৮ ডিসেম্বর মামলা করেন।
ঘটনার প্রায় দু’বছরের মাথায় আদালত আজ একমাত্র আসামী নাছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। এসময় সাজাপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামী নাছির উদ্দিন আশেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। এই টাকা ক্ষতিপূরণ বাবদ ধর্ষণের শিকার নারীকে দিতে রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন